রংপুর রাইডার্সের প্রথম জয় গায়ানার বিপক্ষে
- By Jamini Roy --
- 05 December, 2024
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল দলটি। প্রভিডেন্সে টস জিতে ব্যাটিং করতে নেমে ১১৭ রানের সংগ্রহ গড়ে রংপুর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার ইনিংস থেমে যায় ১০২ রানে।
রংপুরের ব্যাটিং ইনিংস শুরু হয় ভীষণ হতাশাজনকভাবে। মাত্র ২৭ রানের মধ্যেই তারা হারায় ৫ উইকেট। ওপেনার সৌম্য সরকারসহ শীর্ষ পাঁচ ব্যাটার একের পর এক ফিরে যান। এর মাঝেও দারুণ লড়াই করেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ। তার ৪৭ বলে ৫৮ রানের ইনিংস রংপুরকে খেলায় ফিরিয়ে আনে।
নুরুল হাসানের সঙ্গে গড়া ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে এগিয়ে নেয়। সোহান করেন ২৬ বলে ১৫ রান। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। তানজিম সাকিবও ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে গায়ানাও একই বিপর্যয়ের শিকার হয়। রংপুরের মতো তারাও ২৭ রানের মধ্যেই হারায় ৫ উইকেট। শাই হোপ একমাত্র ব্যাটার হিসেবে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি করেন ৪৪ বলে ৩৫ রান। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৯.১ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় গায়ানার ইনিংস।
রংপুরের বোলিং আক্রমণে সেরা ছিলেন কামরুল ইসলাম। মাত্র ১৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন। হারমিত সিং ৩ উইকেট নিয়ে তার সঙ্গ দেন। রিশাদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।
এই জয়ে পাঁচ দলের লিগ পর্বে রংপুর রাইডার্সের ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে থাকল। তবে তাদের পরবর্তী ম্যাচে আগামীকাল লাহোর কালান্দার্সকে হারানোর পাশাপাশি নেট রান রেটের হিসাব মেলাতে হবে। লিগের আর মাত্র দুটি ম্যাচ বাকি, যেখানে সব দলেরই ফাইনালে ওঠার সম্ভাবনা আছে।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান ম্যাচ শেষে জানান, "দলের কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসাটা দারুণ। সবাই একসঙ্গে লড়াই করেছে। আমরা পরবর্তী ম্যাচেও ভালো খেলতে চাই।"